ছিন্নমূল মানুষকে খাবার দিল কোতোয়ালি পুলিশ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৩, ২০২০
১০:৪৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২০
১০:৪৯ অপরাহ্ন



ছিন্নমূল মানুষকে খাবার দিল কোতোয়ালি পুলিশ

 

সিলেট নগরের ছিন্নমূল মানুষকে খাবার দিয়েছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। আজ সোমবার বেলা ১১টায় নগরের গুরুত্বপূর্ণ এলাকা তালতলা, কোর্টপয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট ও আশপাশ এলাকায় কর্মহীন পথচারী, গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে তৈরি করা খাবার বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, সহকারী কমিশনার ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ। 

এছাড়া শহরের প্রতিটি পয়েন্টে, আবাসিক এলাকার প্রতিটি অলিতে-গলিতে কভিড-১৯ সংক্রান্ত মাইকিং করে প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হবার অনুরোধ করা হয়।

এনপি-০১/বিএ-০৫