খাদ্য ফান্ডে ১শ বস্তা চাল দিলো ইনসান এইড

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৩, ২০২০
১১:২৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২০
১১:২৮ অপরাহ্ন



খাদ্য ফান্ডে ১শ বস্তা চাল দিলো ইনসান এইড

সিলেট সিটি করপোরেশনের খাদ্য ফান্ডে একশ বস্তা চাল দিয়েছে বেসরকারি সংস্থা ইনসান এইড। আজ সোমবার সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে চাল বুঝিয়ে দেন, ইনাসান এইডের কর্মকর্তারা।  

এ সময় মেয়র বলেন, ‘মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ও সিলেট লক ডাউনের সময়ে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের মধ্যে লন্ডনভিত্তিক সংগঠনক ইনসান এইড অন্যতম। ইনসান এইড সব সময় গরিব দুঃখীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। মেয়র বলেন, ‘সিসিকের খাদ্য ফান্ডে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যবসায়ী, প্রবাসী, সমাজের বিত্তবানসহ অনেকে সহযোগিতা করেছেন। ইতোমধ্যে ৬৯ হাজার অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 

ইনসান এইডের ওভারসিজ ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিনের পরিচালনায় ইনসান এইড বাংলাদেশের উপদেষ্টা ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ইনসান এইড সব সময় গরিব দুঃখী মানুষকে নিয়ে কাজ করে। ইনসান এইডের মূল নেতৃত্বে যারা রয়েছেন তারা সবাই যুক্তরাজ্য প্রবাসী। আর এই প্রবাসীরা সব সময় মাতৃভূমির প্রতি টান অনুভব করেন। মাতৃভূমির টানে সিলেটের বিভিন্ন জায়গায় ইনসান এইড সহযোগিতা করে যাচ্ছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জ্বল, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, জাবেদ আহমদ, শামসুল আলম জাকারিয়া, ঠিকাদার মো. বাবুল মিয়া প্রমুখ।

এনপি-০২/বিএ-০৭