করোনা আক্রান্ত নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৪, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০২:৫২ পূর্বাহ্ন



করোনা আক্রান্ত নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাস শনাক্ত হওয়া সুনামগঞ্জের সেই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে আছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

সিলেটে আরও একজনের করোনা শনাক্ত

করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স কোয়ারেন্টিনে

সিলেট ও সুনামগঞ্জের ২০ চিকিৎসকসহ ৪৯ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে

তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সেই নারী বর্তমানে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা খুব খারাপ না আবার খুব একটা ভালোও না। 

এর আগে গতকাল রবিবার ( ১২ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত হওয়া ওই নারীর বয়স ২৫ বছর। তার বাড়িসুনামগঞ্জ সদর উপজেলায়। তিনি গর্ভবতী অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার সিজার অপারেশন হয়।তারপর তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এনএইচ/বিএ-১৫