বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০৪:০৫ পূর্বাহ্ন



বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার করোনা আক্রান্ত

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ফজলুর রহমান ফজলু। এর আগে, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ৯ বাংলাদেশিসহ একদিনে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩১ জন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১০৫ জনে দাঁড়ালো। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। দেশের মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখায় আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কোভিড উনিশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও নিউইয়র্কে যেন কোনো ভাবেই থামছে না মৃত্যুর মিছিল। এরমধ্যে ভার্জিনিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি। নিউইয়র্কের বাইরেও বিভিন্ন স্থান হট স্পট হয়ে উঠেছে করোনা ভাইরাসের।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। এজন্য সব অঙ্গরাজ্যের গভর্নরদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ৯৬ শতাংশ মানুষ বাড়িতে অবস্থান করছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশন ডিজিজের পরিচালক ড. এ্যান্থনী ফসি স্বীকার করেছেন, সামাজিক দূরত্বের এই নিষেধাজ্ঞাগুলো আগে প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্রে মৃত্যু আরও কমানো যেতো।

এআরআর-০৭/বিএ-২১