দুই হাজার মানুষকে এলএএইচপি'র মানবিক সহায়তা প্রদান

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন



দুই হাজার মানুষকে এলএএইচপি'র মানবিক সহায়তা প্রদান

নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই দুঃসময়ে সুপ্রীম কোর্টের স্বনামধন্য আইনজীবী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও লিগ্যাল অ্যাসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি) এর চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিমের নেতৃত্বে দুই হাজার পরিবারের  মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

গত রবিবার সকাল ১১ টা থেকে সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকার বিভিন্ন এলাকার দু:স্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা পৌছে দেয় এলএএইচপির দুটি ট্রাক। 

অ্যাডভোকেট তৌফিকা করিম জানান প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিৎ দেশের যে কোন ক্রান্তিলগ্নে বিশেষ করে মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমানের এই বৈশ্বিক সংকটে অসহায় ও নিরীহ মানুষের পাশে দাড়ানো।

বিএ-২৭