সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৪, ২০২০
০৪:৪৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০৭:৫১ অপরাহ্ন
সিলেটে সোমবার দিবাগত রাত ৩টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে সিলেট ও এর আশপাশ অঞ্চল কেঁপে উঠে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬ ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেট মিররকে জানান, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং।
এদিকে তীব্র ঝাঁকুনিতে অনেকে আতঙ্কে ঘুম থেকে জেগে উঠেন। অনেকে বাসার বাইরে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে এ পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এএফ/০৭