শচীনের ইনিংস করোনা যুদ্ধজয়ে সহায়ক হবে, বলছেন চ্যাপেল

খেলা ডেস্ক


এপ্রিল ১৪, ২০২০
১০:৫৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
১০:৫৭ অপরাহ্ন



শচীনের ইনিংস করোনা যুদ্ধজয়ে সহায়ক হবে, বলছেন চ্যাপেল

সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধকে টেস্ট ম্যাচের সঙ্গে তুলনা করলেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক ইয়ান চ্যাপেল। তার মতে, করোনা যুদ্ধজয়ে তিনটি গুণ দরকার- ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং উদ্যম। ভালো টেস্ট ক্রিকেটারের মধ্যেই এই তিনটি গুন থাকে বলে দাবি চ্যাপেলের। এই জন্য তিনি মনে করেন শচীনের ইনিংস এ লড়াই জয়ে সহায়ক হবে।

ধৈর্য কিভাবে ধরতে হয় সেই উৎসাহ পেতে শচীন টেন্ডুলকার ও ইয়ান রেডপাথের দুটো ইনিংসও দেখার জন্য বলেছেন তিনি।  ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটে নিজের কলামে ইয়ান বলেছেন, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চেন্নাই টেস্টের কথা। যে ম্যাচে শচীন আগ্রাসী ব্যাটিংয়ে উড়িয়ে দিয়েছিলেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নকে।

সাবেক এই অজি ক্রিকেটার বলেন, ‘শচীন সেবার সিরিজের আগে রবি শাস্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, রাউন্ড দ্য উইকেটে এসে ওয়ার্ন উইকেটের ক্ষত ব্যবহার করে যে ভয়ঙ্কর বলগুলো করেন, সেগুলো কীভাবে খেলা উচিত।’ শাস্ত্রী বলেছিলেন, ‘আমার পা লম্বা থাকায় ওয়ার্নের বিপক্ষে  রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গি দেখাতে পেরেছিলাম। কিন্তু তোমার সেটা নেই। তুমি তাই আক্রমণা করে খেলো।’ শচীন সেই পরামর্শ মেনে সফল হয়।’

এরপর চ্যাপেল বলেছেন, ১৯৭৬ সালে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেডপাথের ইনিংসের কথা। তার মতে, ‘শচীনের মানসিক দৃঢ়তা ও উদ্যমের সঙ্গে রেডপাথের ধৈর্যকে মিলিয়ে দিন। তা হলেই করোনার বিপক্ষে লড়াইয়ে মন্ত্র পেয়ে যাবেন।’ 

এআরআর-০৪/বিএ-০৪