সিলেটে অসহায়দের পাশে সম্মিলিত সাংস্কৃতিক জোট

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৪, ২০২০
১১:১৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
১১:৫০ অপরাহ্ন



সিলেটে অসহায়দের পাশে সম্মিলিত সাংস্কৃতিক জোট

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁয়িয়েছেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। গত কয়েকদিন ধরে সিলেটে এই সহায়তা প্রদান শুরু করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সম্পৃক্ত সংস্কৃতিকর্মীরা।

কেউ জোটের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলেই বাসায় নিয়ে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন, আলু ও সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছেন তারা। বিষয়টি অতি সংবেদনশীল হওয়ায় কারো নাম উল্লেখ করা হচ্ছে না, এমনকি তোলা হচ্ছে না কোনো ছবিও। খুবই গোপনে খাদ্য সামগ্রী তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন বলেন, ‘মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের অনেক সদস্য যারা মুখ ফুটে কারো কাছে সাহায্য চাইতে পারেন না তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার কাজ চলছে। জোটের আওতাধীন সকল সংগঠনের সহযোগিতায় আমরা তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছি। এক্ষেত্রে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই সিলেটের সংস্কৃতিকর্মীরা সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সেবাসহ নানা কাজ করে আসছেন। কাজ শুরছে সম্মিলিত নাট্য পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। এটি একটি চলমান প্রক্রিয়া। বিধায় পৃথক প্লাটফর্মে কাজ করায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে পহেলা বৈশাখ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদসহ সকল সংস্কৃতিকর্মী একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

এনপি-০১/বিএ-০৫