চাল চুরির প্রতিবাদে যুব ইউনিয়নের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৫, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন



চাল চুরির প্রতিবাদে যুব ইউনিয়নের মানববন্ধন

দেশের নিম্ন আয়ের মানুষ ও গরিবদের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণসামগ্রী লুটপাটের প্রতিবাদে সিলেটে যুব ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পেশ করা হয়েছে স্মারকলিপি।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক দূরত্ব মেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, সহসাধারণ সম্পাদক এস কে শাকিল, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, যুবনেতা সন্দ্বীপ দেব প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশ আজ ভয়াবহ সংকটে। সেই সংকটে দেশের নিম্ন আয়ের শ্রমিক ও দরিদ্র মানুষ আছেন সবচেয়ে কষ্টে। সরকার যে ত্রাণসামগ্রী দিচ্ছে তাও অপ্রতুল। কিন্তু সেই ত্রাণ সামগ্রীও সরকারি দলের নেতারা লুট করে নিচ্ছেন। অবিলম্বে এই লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘এখনও দেশের বেশিরভাগ নিম্ন আয়ের মানুষের ঘরে পৌঁছেনি সরকারি ত্রাণসামগ্রী। তাই এসব মানুষের হাতে দ্রুততম সময়ের মধ্যে সরকারি উদ্যোগে খাদ্য সহায়তার ব্যবস্থা করতে হবে।’

এনপি-০৩/বিএ-০৭