উৎসবহীন নববর্ষ

রাফিদ চৌধুরী


এপ্রিল ১৫, ২০২০
০৪:০৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৪:০৪ পূর্বাহ্ন



উৎসবহীন নববর্ষ

 

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। বৈশাখের প্রথম দিনে রঙিন সাজে সাজেন সবাই। সাজানো হয় গোটা দেশ। মহা উৎসবে মেতে ওঠে সবাই। একসঙ্গে সারাদিন ঘুরে বেড়ানো, পেটপুড়র পান্তা আর ইলিশ গিলে তৃপ্তির ঢেকুর তোলা। এবার কিছুই হয়নি। এবার নববর্ষের প্রথম দিন বিষাদ-বিরস আর উৎসবহীন কেটেছে বাঙালির। 

অনলাইনে অনেকে আয়োজন করলেও তাতে কি আর বাঙালির মন ভরানো যায়! নতুন বছরটা যারা ঘরের বাইরে আয়োজনের মধ্য দিয়ে কাটান, তাদেরকেই কাটাতে হচ্ছে ঘরে বসে। মন খারাপ হলেও করার কিছুই নেই তাদের। শুধু পহেলা বৈশাখের আয়োজনই না, করোনায় ভেস্তে গেছে একেকটি সংগঠনের একাধিক আয়োজন।

করোনায় তিনটি আয়োজন ভেস্তে গেছে বলে জানিয়েছেন সিলেটের নর্থইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সভাপতি অলি বক্স। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্লাব হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদেরকেই আয়োজন করতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, লোকজ উৎসব এবং বৈশাখী উৎসব করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কিছুই করা সম্ভব হয়নি।

করোনার জন্য আয়োজন ভেস্তে গেছে মোহনা সাংস্কৃতিক সংগঠনেরও। মোহনার সভাপতি টিপু শিকদার বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল প্রতিবছরের মতোই। তবে পরিস্থিতির শিকার হয়ে আমরা আর এগোতে পারিনি। পৃথিবী শান্ত হোক, আপাতত কামনা এটাই।’

এবারের মতো উৎসবহীন বৈশাখ জীবদ্দশাতেও হয়তো কেউ দেখেননি। তবে উৎসব প্রিয় বাঙালি কি আর উৎসব ছাড়া থাকতে পারে। তাই শ্রুতি সিলেট, একদল ফিনিক্সসহ বেশ কয়েকটি সংগঠন ফেসবুক লাইভে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংস্কৃতিকর্মী অংশ নেন। তবে এতে দর্শকদের যেমন মন ভরছে না, তেমনি আয়োজকদেরও।

শ্রুতি সিলেটের সমন্বয়ক সুকান্ত গুপ্ত সিলেট মিররকে বলেন, ‘ঘরে বসে থাকতে থাকতে সবাই ক্লান্ত। সেই ক্লান্তি দূর করতেই আমাদের বিশেষ আয়োজন। অন্যরকম এক নববর্ষ বরণ। তবে উৎসবপ্রিয় বাঙালির মন ভরানোর জন্য এই উৎসব যথেষ্ঠ নয়।’

অনলাইনে বর্ষবরণ উৎসব আয়োজনের অভিজ্ঞতা নেই। আর এভাবে বর্ষবরণ হবে সেটা কেউ কল্পনায়ও ভাবেননি। তবু পরিস্থিতির শিকার হয়ে আশ্রয় নিতে হয়েছে অনলাইনে আয়োজনের।’

এ বিষয়ে একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন বলেন, ‘এ ধরনের আয়োজনে অনেকের মন হয়ত ভরবে না। কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই।’

এনপি-১০/এ-১৫