‘জরুরি সেবা’র নামে কুস্তি টুর্নামেন্ট!

খেলা ডেস্ক


এপ্রিল ১৫, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন



‘জরুরি সেবা’র নামে কুস্তি টুর্নামেন্ট!

উদ্ভট কাণ্ড শুধুমাত্র তৃতীয় বিশ্বের দেশগুলোতেই ঘটে না। আমেরিকার মতো উন্নত সমাজেও ঘটে থাকে। যেমন করোনার সংক্রমণের মাঝেও টিভির পর্দায় দেখা যাচ্ছে পেশাদারি কুস্তির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘ডব্লিউডব্লিউই’ (WWE)। স্টেডিয়ামে কোনো দর্শক প্রবেশ করতে না দিয়ে শুধুমাত্র টিভির দর্শকদের জন্যই প্রতি সপ্তাহে ২টি শো আয়োজন করা হচ্ছে! করোনার কারণে দুনিয়ার বড় বড় টুর্নামেন্ট যখন বাতিল হচ্ছে, তখন ডব্লিউডব্লিউই আয়োজন করায় মার্কিন যুক্তরাষ্ট্রেই সমালোচনা শুরু হয়েছে।

করোনাভাইরাসে আমেরিকায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। লাশের সৎকারের জন্য রীতিমতো গণকবর খুঁড়তে হচ্ছে। এসবের মাঝে কেন এভাবে টুর্নামেন্ট হচ্ছে- এই প্রশ্নের জবাবে সম্প্রতি আরও চাঞ্চল্যকর উত্তর দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডি'স্য়ান্টিস। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘নিয়ম মেনেই ফ্লোরিডায় ডব্লিউডব্লিউই’র পারফরম্যান্স সেন্টার চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ডব্লিউডব্লিউই জরুরি সেবা, তাই এই অনুমতি দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ৩০ এপ্রিল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে জরুরি সেবা বাদ দিয়ে বাকি সবকিছু লকডাউন করে দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। ফ্লোরিডার মেয়র জানিয়েছেন, গভর্নরের সিদ্ধান্তেই নাকি ডব্লিউডব্লিউইকে জরুরি সেবার তালিকাভুক্ত করা হয়েছে! এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানিয়েছে, ‘আমরা মনে করি, এই কঠিন সময়ে বাড়িতে বসে থাকা মানুষকে বিনোদন দেওয়া আরও বেশি জরুরি। শো চালু রাখলেও কর্মীদের স্বাস্থ্য নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।’

এআরআর-১০/বিএ-১৭