বিষন্ন বৈশাখে করোনা যুদ্ধ জয় করার প্রত্যয় রুবেলের

খেলা ডেস্ক


এপ্রিল ১৫, ২০২০
০৪:১৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৪:১৯ পূর্বাহ্ন



বিষন্ন বৈশাখে করোনা যুদ্ধ জয় করার প্রত্যয় রুবেলের

বিষণ্ন বৈশাখে রুবেলের স্ট্যাটাস- ‘অন্ধকার কেটে যাবে, আলোকিত হবে সারা পৃথিবী’ বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ নববর্ষের আনন্দ এবার ফিকে। করোনাভাইরাস কেড়ে নিয়েছে সব আনন্দ। তাই বিষণ্ন ভরা পয়লা বৈশাখে করোনা যুদ্ধ জয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের সিমার রুবেল হোসেন।

নববর্ষ উপলক্ষে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে রুবেল লিখেছেন- ‘বিষণ্ন বৈশাখ। এই যুদ্ধ জয় করে নিশ্চয়ই পৌঁছাব ১৪২৭ -এ। সবাই মিলে একসঙ্গে মেতে উঠব আনন্দে, কোলাহলে। এ অন্ধকার কেটে যাবে আলোকিত হবে সারা পৃথিবী। সেদিনের অপেক্ষায় রইলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’ 

মহামারী করোনাভাইরাস ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৫৫৭ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩৮ জন। বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০১২ জন, মৃতের সংখ্যা ৪৬। 

এআরআর-১১/বিএ১৮