সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৫, ২০২০
০৪:২৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৪:২৩ পূর্বাহ্ন
নতুন বছরের প্রথম দিনে ছিন্নমূল, দিনমজুর ও অতিদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে সেভ সিলেট। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জিন্দাবাজার এলাকা থেকে ভ্রাম্যমাণ সবজির দোকানের কার্যক্রম শুরু হয়।
এ কার্যক্রম পরিচালনা করেন, সংগঠনের ১৫ নম্বর ওয়ার্ড সমন্বয়ক তানভির আহমদ, ১৯ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আমিনুল হক রানা, ৯ নম্বর ওয়ার্ড সমন্বয়ক এহসানুল হক ফরহাদ, ২৫ নম্বর ওয়ার্ড সমন্বয়ক জাইয়ন আহমদ, ১৬ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আবদুর রহমান সুমেল, ভলান্টিয়ার শামিম আহমদ শাম্মু, লিটন দেব, মুক্তার আহমদ, তাহরিম আহমদ সাকিব, আসাদ রহমান, জাবেদ হোসেন, শাকিল আহমদ নাজিম, মুহসিন শাবাব. আসমাউল হাসনা খান প্রমুখ।
সেভ সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যের সবজির দোকান কার্যক্রম চলবে নগরের ২৭টি ওয়ার্ডে।
সম্প্রতি সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেভ সিলেট। শিগগিরই ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিতে চায় এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
বিএ-২৫