চিকিৎসকের লাশ আসছে, দাফন গ্রামের বাড়িতে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৫, ২০২০
০৮:০০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
১০:০২ অপরাহ্ন



চিকিৎসকের লাশ আসছে, দাফন গ্রামের বাড়িতে

করোনাভাইরাসে মৃত্যুবরণ করা চিকিৎসক ডা. মঈন উদ্দিনের মরদেহ সিলেটে নিয়ে আসা হচ্ছে। গ্রামের বাড়িতে তাঁর মরদেহ দাফন হবে। নির্ধারিত  সংক্রমণ বিধি মেনেই দাফন কাজ সম্পন্ন হয়ে। 

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল সিলেট মিররকে বলেন, ‘লাশ সিলেটে পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে। সিলেটে পৌঁছার পর সংক্রমণ বিধি অনুযায়ী লাশ দাফন করা হবে।’

চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেছেন এমন একজন দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সিলেট মিররকে জানিয়েছেন, ‘চিকিৎসকের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে।’

এর আগে ঢাকার মরদেহ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে চিকিৎসককে গোসলসহ আনুষ্ঠানিকতা সারা হবে। পরে দুপুর ২টার দিকে চিকিৎসক মঈন উদ্দিনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সিলেটের উদ্দেশে রওয়ানা হবে। 

আরসি/০২