করোনা পরীক্ষা : ফেঞ্চুগঞ্জের ৭ জনের রিপোর্ট নেগেটিভ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৬, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০১:৫০ পূর্বাহ্ন



করোনা পরীক্ষা : ফেঞ্চুগঞ্জের ৭ জনের রিপোর্ট নেগেটিভ

প্রাণঘাতী করোনাভাইরাসের কবলে পড়েছে সারা বিশ্ব। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন লাখের বেশি মানুষ। বাংলাদেশেও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাড়ছে মৃতের সংখ্যাও।

করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে নমুনা (স্যাম্পল) সংগ্রহ ও পরীক্ষার জন্য পাঠানোর কাজ অব্যাহত রেখেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ৬ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. কামরুজ্জামান জানান, করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে সিলেট ও ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। এ পর্যন্ত আমরা ১০ জনের নমুনা পাঠিয়েছি। এর মধ্যে ৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

এসএ/আরআর