পোষা কুকুর যখন ফিল্ডার!

খেলা ডেস্ক


এপ্রিল ১৬, ২০২০
০৩:২৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০৩:২৮ পূর্বাহ্ন



পোষা কুকুর যখন ফিল্ডার!

করোনাভাইরাস মহামারীর এই সময়টায় সব ধরনের ক্রিকেট বন্ধ। বাধ্য হয়ে নিজের ফিটনেস ও ক্রিকেট চর্চার জন্য বাসার উঠানকেই বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের তারকা ক্রিকেটার মার্নাস লাবুসানে। আর বাড়ির উঠানে ব্যাটিং অনুশীলনে ফিল্ডার হিসেবে তার সঙ্গী প্রিয় পোষা কুকুর, মাইলো!

নিজের ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে মাইলোকে স্লিপে ক্যাচ অনুশীলনও করাচ্ছেন লাবুসানে! ব্যাটের কানায় লেগে উড়ে আসা টেনিস বল নিপুণ দক্ষতার সঙ্গে মুখ দিয়ে ক্যাচ ধরছে মাইলো। ক্যাচটা পুরো হতেই ব্যাট হাতে লাবুসানে দু’হাত তুলে উল্লাসে ফেটে পড়ছেন। স্লিপে ক্যাচ আউট হওয়ার পর কোনো ব্যাটসম্যানকে আগে কখনো কেউ এমন আনন্দে মেতে উঠতে দেখা গেছে কিনা সন্দেহ! 

নিজের আউটের চেয়ে মাইলোর ক্যাচ ধরার আনন্দে লাবুসানে বেশি আনন্দিত। নিজের টুইটারে মাইলোর স্লিপ ক্যাচ ধরার এই ভিডিও পোস্ট করেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

লাবুসানের সেই টুইটের জবাবে এক ভক্ত লেখেন-‘অবশেষে লাবুসানেকে কেউ আউট করতে পারল!’ টেস্ট ক্যারিয়ারে নিজের শেষ পাঁচ টেস্টে লাবুসানে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংসও আছে। 

এআরআর-০৯/বিএ-২০