জৈন্তাপুরে অসহায়ের পাশে ফটোগ্রাফি সোসাইটি ও পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২০
১২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
১২:৩৬ পূর্বাহ্ন



জৈন্তাপুরে অসহায়ের পাশে ফটোগ্রাফি সোসাইটি ও পুলিশ

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের কারণে আজ বাংলাদেশও সংক্রমিত। সিলেটের জৈন্তাপুর উপজেলার একমাত্র মৎস্যজীবী গ্রাম জৈন্তাপুর ইউনিয়নের গাতি গ্রাম। সরকারের সিদ্ধান্ত মোতাবেক ঘরে থাকা এই গ্রামের মৎস্যজীবীরা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছেন।

তাদের কথা বিবেচনা করে এগিয়ে এসেছে জৈন্তিয়া ফটোগ্রাফি সোসাইটি এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার গাতি গ্রামের কর্মহীন মৎস্যজীবীদের মধ্যে চাল আলু ও সাবান বিতরণ করা হয়েছে।

সহায়তা বিতরণ করেন জৈন্তিয়া ফটোগ্রাফি সোসাইটির এডমিন সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, মডারেটার রেজওয়ান করিম সাব্বির, আবুল হোসেন মো. হানিফ, তাহসিন টুটুল, জৈন্তাপুর মডেল থানার এস আই প্রদীপ রায়, এএসআই রায়হান পারভেজ প্রমুখ।

সহায়তা বিতরণকালে তারা বলেন, সরকারের দিকে না থাকিয়ে সমাজের বিত্তবানেরা নিজ পাড়া-মহল্লার হতদরিদ্র শ্রমিক ও দিনমজুরদের পাশে দাঁড়াতে হবে। এই বিশ্বদুর্যোগ মোকাবেলায় সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এছাড়া তারা নিজেরাও আগামীতে যতুটুকু সম্ভব হতদরিদ্রদের পাশে থাকবেন বলে জানান।

 

আরকে/আরআর