করোনাভাইরাস অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারির মতো

খেলা ডেস্ক


এপ্রিল ১৭, ২০২০
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০১:৩৪ পূর্বাহ্ন



করোনাভাইরাস অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারির মতো

করোনাভাইরাসকে অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারের সঙ্গে তুলনা করেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। 

অফ স্ট্যাম্পের বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারিগুলোকে না খেললে অর্থাৎ ব্যাট ছোঁয়াতে না চাইলে ব্যাটসম্যানের আউট হওয়ার আশঙ্কা নেই। ইরফান বোঝাতে চাইছেন, করোনাভাইরাসও তো তেমনই। না ছুঁলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই।

৩৫ বছর বয়সী তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘করোনাভাইরাস বোলিং মেশিন। অফ স্টাম্পের বাইরে মাপা জায়গায় বল ফেলে যাচ্ছে। বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারিগুলো আমরা যতক্ষণ না স্পর্শ করছি ততক্ষণ আমরা নিরাপদ এবং নিজেদের উইকেট বাঁচাতে পারব। দেশকে এই টেস্ট ম্যাচে জেতাতে পারব।’

ভারতীয় এই অলরাউন্ডার বলেন, ‘এই ভাইরাসের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষাটা হলো টাকা-পয়সাই সবকিছু নয়। জীবন-যাপন ভালো করতে আমরা সব সময় টাকার পেছনে ছুটেছি। কিন্তু মানুষ এখন সবকিছু ছেড়ে শুধু বাঁচতে চায়। নূন্যতম প্রয়োজন মিটিয়েও তা সম্ভব।’

পরিস্থিতি স্বাভাবিক হলে এখান থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে-বলছেন ইরফান। ভারতের হয়ে ২৯টি টেস্ট ও ১২০টি ওয়ানডে খেলা পেসার বলেন, ‘এই সময়টা কেটে গেলে ভাইরাস যেসব শিক্ষা দিয়ে গেল তার ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা হবে অন্যতম প্রাধান্যের জায়গা। মানুষকে নমনীয় হতে হবে। সম্পদ অপচয় না করে পরিবারকে সময় দিতে হবে। সম্পদের পেছনে না ছুটে খোলা মনের মানুষ হতে হবে।’

 

 

আরসি-০৪/