টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হগের প্রেসক্রিপশন!

খেলা ডেস্ক


এপ্রিল ১৭, ২০২০
০৬:৫৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৬:৫৯ পূর্বাহ্ন



টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হগের প্রেসক্রিপশন!

করোনাভাইরাসের কারনে বিশ্ব ক্রীড়াঙ্গন বন্ধ। দ্বিপাক্ষীক সিরিজ, টুর্নামেন্ট সবকিছুই বন্ধ। বর্তমানের এই ভয়াবহ পরিস্থিতি থেকে পৃথিবী কবে মুক্তি পাবে, তা কেউই জানে না। তাই ভবিষ্যতের টেনিস-ফুটবল-ক্রিকেট ইভেন্টগুলো হুমকির মুখে। সেই তালিকায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই নানা মত দিচ্ছেন। এবার নিজ দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অভিমত তুলে ধরলেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ। তিনি যেকোন উপায়েই হোক বিশ্বকাপ আয়োজনের পক্ষে। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটে ক্রিকেটারদের এনে হলেও বিশ্বকাপ অনুষ্ঠিত হবার পরামর্শও দিলেন তিনি।

অক্টোবরের ১৮ থেকে নভেম্বরের ১৫ তারিখ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন থেকেই সেই টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কোনোভাবেই টুর্নামেন্ট বাতিল অথবা স্থগিত হোক, চাইছেন না হগ। ‘অনেকেই বলছেন টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত অথবা বাতিল করা হবে। এমনটা হোক তা মোটেই চাইছি না। তবে বেশ কিছু বিষয় নিয়ে ভাবতে হবে।’ বলছেন ৪৯ বছরের বর্ষীয়ান স্পিনার।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে হগ নিজের যুক্তি দিয়েছেন, ‘লকডাউনে থাকায় অনেক ক্রিকেটারই অনুশীলনের মধ্যে নেই। তাই বিশ্বকাপ শুরুর ২-৩ সপ্তাহ এখানে এনে বিশ্বকাপের জন্য প্রস্তুতির সুযোগ দেওয়া হোক। এই মুহূর্তে কোনও বাণিজ্যিক ফ্লাইট চলছে না। তাই দরকার পড়লে চার্টার্ড প্লেনের বন্দোবস্ত করে প্রত্যেকের কোভিড পরীক্ষা করা হোক।’

হগের আরও যুক্তি, ‘অস্ট্রেলিয়ায় এসে লকডাউনের মধ্যে দু সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর ফের একবার পরীক্ষা করা হোক। যদি পরীক্ষা ফলাফল নেগেটিভ আসে। তাহলে অনুশীলনের ছাড়পত্র দেওয়া যেতে পারে।’

ক্রিকেটে সোশ্যাল ডিস্টানসিং কোনো সমস্যা হবে না। হগ জানালেন, ‘ক্রিকেটে সোশ্যাল ডিস্টানসিং কোনো বিষয় নয় কারণ সবসময় ক্রিকেটাররা একে অন্যের থেকে দেড় মিটার দূরে থাকে। অনেক ক্রিকেটপ্রেমী এই টুর্নামেন্টের স্বাদ নিতে মুখিয়ে। ওদের বঞ্চিত করা মোটেই উচিত নয়।’

এআরআর-০৪/বিএ-০৭