অ্যাথলিট সামিউলের মুখে হাসি ফোটালেন তামিম

খেলা ডেস্ক


এপ্রিল ১৭, ২০২০
০৭:০৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২০
০৭:০৩ পূর্বাহ্ন



অ্যাথলিট সামিউলের মুখে হাসি ফোটালেন তামিম

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লড়ে যাচ্ছেন তামিম ইকবাল। লড়াইটা শুরু করেছেন অনেক আগে থেকেই। সতীর্থদের সঙ্গে মিলে এ মহাবিপর্যয় মোকাবেলায় গড়েছেন ৩০ লাখ টাকার তহবিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২৭ জন ক্রিকেটারের মধ্যে তামিম ইকবালও নিজের এক মাসের অর্ধেক বেতন দান করেছেন কোভিড-১৯ সংক্রমণ রোধের জন্য।

করোনা তহবিলে ৩ লাখ ২৫ হাজার টাকা দান করেই নিজের দায়িত্ব শেষ করেননি দেশের ওয়ানডে অধিনায়ক। কোভিড-১৯ মহামারীতে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সরবরাহ করতে বড় অঙ্কের দান করেছেন তামিম। এজন্য তামিম অর্থ সাহায্য দিয়েছে, ‘টস্টেপস’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানে।

ফের মানবতার ডাকে সাড়া দিলেন হার্ড-হিটার ব্যাটসম্যান তামিম। করোনা লকডাউনে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া খুলনার অ্যাথলিট সামিউল ইসলামের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। অ্যাথলেটিকস ও ফুটবল খেলা দুটোই এখন বন্ধ। এতে যে আয়ও বন্ধ হয়ে গেছে সামিউলের। আয় বন্ধ হয়ে গেছে পুরো পরিবারের। তাই কষ্টেই দিন পার করছিলেন তিনি। পত্রিকায় খবরটা পড়ে তামিম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের দ্রুততম মানব সামিউলকে তিন মাসের খরচের টাকা পাঠিয়েছেন।

এআরআর-০৫/বিএ-০৮