তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন সাকিব

খেলা ডেস্ক


এপ্রিল ১৮, ২০২০
০৯:৩৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৯:৪১ পূর্বাহ্ন



তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন সাকিব

তাঁর নিজের ভাষায় এটি, ‘দেখতে না পাওয়া এক শত্রুর সঙ্গে যুদ্ধ’। সেই যুদ্ধে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন সাকিব আল হাসান। 

শুক্রবার ৭টায় যুক্তরাষ্ট্র থেকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে নিজের মতো ‘প্রিভিলেজড’ মানুষদের আহ্বান জানিয়েছেন সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদানের।

তাঁর এই ডাকে ক্রিকেটারদের মধ্যে সবার আগে সাড়া দিয়েছেন তাসকিন আহমেদ। লাইভ চলাকালীন অনুদান দেওয়ার ঘোষণা এসেছে এই ফাস্ট বোলারের কাছ থেকে। সাকিব জানিয়েছেন, অনুদান হতে পারে যেকোনো অঙ্কের, ‘এটি হতে পারে ৫, ১০, ১০০ কিংবা ৫০০ টাকার। আবার হতে পারে ১, ৫ ও ১০ লাখ টাকারও।’

ছোট অঙ্ক অনুদান দেওয়া নিয়ে দ্বিধায় যাঁরা, তাঁদেরও উৎসাহিত করার চেষ্টা করেছেন ক্রিকেটের উদাহরণ দিয়েই, ‘অনেকে মনে করতে পারেন ৫, ১০ বা ১০০ টাকায় দিয়ে কী হবে? আমি বলব ছোট ছোট অবদান মিলেই অনেক বড় কিছু হয়। ক্রিকেটে ১১ জনের প্রত্যেকে যদি ২০ রান করেও করে, তাহলেও ২২০ রান হয়। একজন ৭০ রান করল আর অন্যরা কিছুই করল না, তাতে দল লাভবান হয় না।’ অর্থাৎ করোনা যুদ্ধে আরেকটি ‘টিম গেম’ খেলার ডাকই যেন দিয়েছেন এই অলরাউন্ডার।

সাকিব আল হাসান ফাউন্ডেশনের ওয়েবসাইটে (www.sahfbd.com) ঢুকে অনুদান দেওয়া যাবে। লাইভে যুক্ত হওয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডাক্তার মোস্তফা আজিজ সুমনের সঙ্গে আলাপে সাকিব বুঝেছেন, এই মুহূর্তে চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) সরবরাহও কম জরুরি নয়। অনুদানের টাকা এই খাতে ব্যয়ের ঘোষণাও দিয়েছেন তাই।

যুক্তরাষ্ট্রে কেমন আছেন, ভক্তদের এই প্রশ্নের জবাবে জানিয়েছেন, ‘যদিও ঘরবন্দি। তবু আরামেই আছি। সব সময় অভিযোগ থাকত, পরিবারের জন্য কোনো সময় নেই। এখন প্রচুর সময় আছে।’ এই সময়ে নিজেদের ফিটনেস ঠিক রাখতে ক্রিকেটাররা ঘরেও কম ঘাম ঝরাচ্ছেন না।

তবে সাকিব নিজে একটু উল্টো পথে চলছেন বলেই জানালেন, ‘ক্রিকেটের কারণে না খেয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি এ জন্য একটু উল্টো পথেই গিয়েছি। প্রচুর খাওয়া-দাওয়া করছি। একটু মোটাও হয়েছি তাই।’

নিজে স্বাচ্ছন্দ্যে থাকলেও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য দুশ্চিন্তার কথাও বলেছেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা, ‘আমি চিন্তিত তাদের জন্য, যাদের স্বাচ্ছন্দ্যে থাকার মতো অবস্থা নেই।’

ভবিষ্যতে তাঁর ফাউন্ডেশনের কার্যক্রম আরো বিস্তৃত করার কথাও বলেছেন সাকিব, ‘পরিস্থিতির কারণে এখন এভাবে শুরু করতে হলো। এ রকম কিছু (হাসপাতাল করার পরিকল্পনা আছে কি না, এক ভক্তের এমন প্রশ্নের জবাবে) করতে পারলে এর চেয়ে ভালো আর কী হতে পারে! হতে পারে স্কুল-কলেজ কিংবা ক্রিকেট একাডেমিও।’

আরসি-১৭/