বালাগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২০
০৪:০৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৪:০৪ পূর্বাহ্ন
প্রাক্তণ অধ্যক্ষ শওকত আলী
কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার নশিওরপুর গ্রামের বাসিন্দা ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ শওকত আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় কানাডার টরেন্টো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাাহী রেখে গেছেন।
অমায়িক ব্যবহারের অধিকারী ধার্মিক এবং সজ্জন ব্যক্তি অধ্যক্ষ শওকত আলীর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসএ/আরআর