২ হাজার মানুষকে ত্রাণ দিচ্ছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২০
০১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০১:৪৮ পূর্বাহ্ন



২ হাজার মানুষকে ত্রাণ দিচ্ছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে

কডাউনে বন্দি জকিগঞ্জের মানুষের পাঁশে দাঁড়িয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার প্রায় দুই হাজার মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে খাদ্যসামগ্রী। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জকিগঞ্জের ৯টি ইউনিয়ন ও পৌরসভায় এসব খাদ্যসামগ্রী বিতরণ কাজ শুরু হয। 

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু,  ১ কেজি লবণ ও একটি সাবান। আজ সকাল ১০টায় ১৬টি ট্রাকে করে এসব মালামাল নিয়ে জকিগঞ্জের উদেশ্যে রওয়ানা হন সংগঠনের সাবেক নির্বাচন কমিশনার ফরিদ উদ্দিন, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, বারঠাকুরী ইউনিয়নের প্রতিনিধি আফজল হোসেন, সুলতানপুর ইউনিয়নের প্রতিনিধি মাছুম আহমদ, কাজলসার ইউনিয়নের প্রতিনিধি সাদ্দাম হোসেন। এরপর শুরু হয় বিতরণ। 

উল্লেখ্য, এর আগে এসোসিয়েশনের পক্ষ থেকে যুক্তরাজ্যে একটি ত্রাণ তহবিল কমিটি গঠন করা হয়। সংগঠনের সাবেক সভাপতি কামাল এমসি রহমানকে প্রধান সমন্বয়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অন্যরা হলেন, সংগঠনের সিনয়র সহ-সভাপতি শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌছ, সাধারণ সম্পাদক আবুল হোসেইন, ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবাল, মাওলানা ময়নুল হক চৌধুরী ও ফজলে আহমদ চৌধুরী একলিম।

এছাড়া এই ত্রাণ তহবিলে সার্বিক সহযোগিতা করেছেন, সংগঠনের সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সহ-সভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম, জাহাঙ্গির চৌধুরী, সৈয়দ মতলুব রেজা, জুবায়ের আহমদ জীবান, শরফুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান, লিটু আহমদ, শাহান চৌধুরী, এনায়েত হোসেন চৌধুরী, শাকিল সাইদ চৌধুরী, মো. জয়নাল আবেদিন, দেলোয়ার হোসেন, ইকবাল আহমদ, আহমেদ সাদিক তারেক, কামরুল ইসলাম, মাওলানা কাজী ইমদাদুল হক, মো. কামাল আহমদ, কাজী খালেদ আহমদ, আব্দুল গফফার, মঈন উদ্দিন, মাওলানা আব্দুল করিম, কাজী আব্দুর রহমান, জাহেদ আহমদ, মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, আজিজুর রহমান প্রমুখ।

এনপি-০৯/বিএ-১৩