সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন
প্রাণঘাতি করোনাভাইরাসে ঘরবন্দি হয়ে পড়া মানুষের দুঃসময়ে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখা।
বুধবার (২২ এপ্রিল) নগরের কুয়ারপার, জিন্দাবাজার ও চৌকিদেখী এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি সমাজসেবী আশরাফ গাজী বলেন, সারা বিশ্বে প্রাণঘাতি করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ আজ প্রাণ হারাচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরবন্দি হয়ে পড়েছেন কোটি কোটি মানুষ। বাংলাদেশও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের জীবন যাত্রা বিপর্যস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এসব মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান মানুষের কর্তব্য। আসুন আমরা সবাই মিলে এই মহামারি থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি মেনে সম্মিলিতভাবে কাজ করে যাই।
এসময় উপস্থিত ছিলেন, সোসাটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, কোষাধ্যক্ষ আরিফ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন, মানবকল্যাণ সম্পাদক সাঈদ আহমদ, সদস্য ইমরান গাজী প্রমুখ। বিজ্ঞপ্তি
বিএ-১৬