নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
সিলেটের চিকিৎসক ও স্বাস্থকর্মীদের জন্য পিপিই উপহার দিয়েছে ফেসবুক গ্রুপ ‘করোনা ভাইরাস আপডেট সিলেট।
আজ বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসব পিপিই প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, মাইক্রোবায়োলজী ও ভাইরোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ময়নুল হক, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী, সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. মো. শামছুল ইসলাম ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
এ উদ্যাগের বিষয়ে গ্রুপের এডমিন মোমিনুল হম ফাহিম জানান, দেশে প্রতিদিন করোনা আক্রান্তরোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। আর এই অবস্থায় যারা সামনে থেকে লড়াই করছেন তারা হলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই সবার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য আমরা সিলেটের সাধারণ জনগণের অর্থায়নে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই উপহার দিয়েছি।
এনএইচ-০৪/বিএ-২৫