ওসমানীনগরে আরও ১২ জনের নমুনা সংগ্রহ

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০৫:৫৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৫:৫৮ পূর্বাহ্ন



ওসমানীনগরে আরও ১২ জনের নমুনা সংগ্রহ

নারায়ণগঞ্জ, ঢাকা, সাভারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সিলেটের ওসমানীনগরে ফেরত আসাদের মধ্যে তৃতীয় দফায় আরও ১২জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ওসমানীনগরফেরত এই ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়।

নমুনা প্রদানকারীদের মধ্যে আছেন উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ৩ জন, গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের ১ জন, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ২ জন, একই ইউনিয়নের মোবারকপুর গ্রামের ১ জন, কিয়ামপুর গ্রামের ১ জন, তাজপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের ২ জন ও উছমানপুর ইউনিয়নের ২ জন।

এর পূর্বে গত ১৯ এপ্রিল ৩ জনের এবং ২০ এপ্রিল ৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও নমুনা সংগ্রহের ৫ দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ওই ৯ ব্যক্তির করোনা আছে কি না তার রিপোর্ট পাওয়া যায়নি।

তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার গৌরী রানী দেবনাথ আজ বৃহস্পতিবার ১২ জনের নমুনা সংগ্রহ করার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বের ৯ ব্যক্তির সংগ্রহ করা নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

 

ইউডি/আরআর