ওসমানীনগর প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২০
০৫:৫৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৫:৫৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ, ঢাকা, সাভারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সিলেটের ওসমানীনগরে ফেরত আসাদের মধ্যে তৃতীয় দফায় আরও ১২জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ওসমানীনগরফেরত এই ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা প্রদানকারীদের মধ্যে আছেন উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ৩ জন, গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের ১ জন, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ২ জন, একই ইউনিয়নের মোবারকপুর গ্রামের ১ জন, কিয়ামপুর গ্রামের ১ জন, তাজপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের ২ জন ও উছমানপুর ইউনিয়নের ২ জন।
এর পূর্বে গত ১৯ এপ্রিল ৩ জনের এবং ২০ এপ্রিল ৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও নমুনা সংগ্রহের ৫ দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ওই ৯ ব্যক্তির করোনা আছে কি না তার রিপোর্ট পাওয়া যায়নি।
তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার গৌরী রানী দেবনাথ আজ বৃহস্পতিবার ১২ জনের নমুনা সংগ্রহ করার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বের ৯ ব্যক্তির সংগ্রহ করা নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
ইউডি/আরআর