নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২০
১২:০৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২০
১২:৫২ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক করোনা আক্রান্ত রোগী পালিয়েছেন। তিনি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত বুধবার সন্তানের জন্ম দেন তিনি। তবে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ওই নারীর সন্তান মারা যায়। একইদিন রাতে ওই নারীর করোনা আক্রান্ত শনাক্তের পর তাকে আর হাসপাতালে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ সিলেট মিররকে বলেন, ‘করোনা আক্রান্ত ওই নারী হাসপাতাল থেকে পালিয়েছেন। তাকে খুঁজে বের করতে চেষ্টা করছি আমরা।’
এনসি-০১/এএফ-০১