সিলেটে আরও ৪৫৮ জন কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৪, ২০২০
০৯:৪৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৯:৫৪ অপরাহ্ন



সিলেটে আরও ৪৫৮ জন কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৪৫৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ২৬ জন, সুনামগঞ্জে ২৯৬ জন, হবিগঞ্জে ১১৫ জন ও মৌলভীবাজারে ১৯ জন। প্রাতিষ্ঠাানিক কোয়ারেন্টিনে আছেন ২ জন।

একই সময়ে সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৪ জন। এর মধ্যে সুনামগঞ্জে ১৫৯ জন, হবিগঞ্জে ৩৪ জন, মৌলভীবাজারে ৩৩ জন ও সিলেটে ১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ৩ হাজার ৭৪ জন কোয়ারেন্টিনে রয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার সিলেটে আরও ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে আছেন ৭ জন।

 

এনসি-০২/এএফ-০২