পালিয়ে যাওয়া সেই নারীকে শামসুদ্দিনে ভর্তি

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৪, ২০২০
১১:২১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন



পালিয়ে যাওয়া সেই নারীকে শামসুদ্দিনে ভর্তি

সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত নারীর সন্ধান মিলেছে।

আজ শুক্রবার সকালে তার স্বামীর বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রঙ্গিটিলা গ্রামে তাকে পাওয়া যায়। 

বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল বলেন, ওই নারীকে সকালে বিমানবন্দর থানায় রাখা হয়। পরে তাকে শহীদ  শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই করোনাভাইরাসে আক্রান্ত নারী পালিয়ে যান। 

জানা গেছে, হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত বুধবার সন্তানের জন্ম দেন তিনি। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ওই নারীর সদ্যজাত সন্তান মারা যায়। একই দিন রাতে ওই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি জানা যায়। এরপর রাতে কোন একসময় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

 

এনসি-০৪/এএফ-০৭