করোনায় আক্রান্ত কোম্পানীগঞ্জের একজন, বাড়ি লকডাউন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২০
০২:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০২:৪৭ অপরাহ্ন



করোনায় আক্রান্ত কোম্পানীগঞ্জের একজন, বাড়ি লকডাউন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত ওই ব্যক্তির বয়স (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা ও সিলেট-ভোলাগঞ্জ সড়ক নির্মাণ কোম্পানির একজন কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

ওই ব্যক্তি সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে সিলেতের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ওই পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

আক্রান্ত ব্যক্তি উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির সদস্য শেখ ফরিদ মিয়ার বাড়ির ভাড়াটে হওয়ায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা শনাক্ত হওয়া ব্যক্তি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে রয়েছে। বর্তমানে মেডিকেল টিম তার বাড়িতে অবস্থান করছে। 

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন বলেন, আক্রান্ত ব্যক্তির বাসা ও কর্মস্থল ইতোমধ্যে লকডাউন করা হয়েছে এবং এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।

 

এমকে/আরআর