সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৬:২১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৬:২১ অপরাহ্ন
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে করোনাভাইরাসের কারনে ঘরবন্দি ২ শতাধিক মানুষের মধ্যে ১ সপ্তাহের রমজানের সবজি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় আল-হামরা শপিং সিটির নীচ তলায় অসহায়দের মধ্যে এই সবজি বিতরণ করা হয়।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের ব্যবস্থাপনায় সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় তিনি বলেন, প্রবাসীরা অতীতেও দেশের ক্রান্তিকালে নিরসলভাবে কাজ করেছেন। এখনও দেশের এই কঠিন সময়ে নিজেরাও কষ্টের মধ্যে থেকে দেশের অসহায় মানুষের কথা বিবেচনা করে এ ধরনের মহতি উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, দেশের এই কঠিন সময়ে এই প্রবাসীদের মতো অন্যান্য বিত্তশালীদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। তাই আসুন আমরা সামর্থবানরা দেশের এই ক্রাান্তিলগ্নে মানুষের সাহায্যে এগিয়ে আসি।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এ তাফাদার রুহেল, মহানগর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো. আনিছুর রহমান, বিশিষ্ট সমাজসেবক গুলজার হোসেন খোকন প্রমুখ।
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিরেন, মুকিত মিয়া রহমান, সুহেব আহমদ, ইমরান আহমদ, মাছুম আহমদ, আবু, বাদল প্রমুখ।
সবজি বিতরণ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম নাজিম উদ্দিন কাশেমী।