সিলেটে অসহায়দের পাশে আব্দুল আলীম তুষার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২০
০৬:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৬:২৬ অপরাহ্ন



সিলেটে অসহায়দের পাশে আব্দুল আলীম তুষার

 

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সাধারণ ছুটি ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন সিলেটের শ্রমজীবি, নিম্ন আয়ের মানুষ। সিলেটর এসব অসহায় কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। ইতিমধ্যে প্রায় ৭০০ পরিবারের হাতে তিনি খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন।

জানা যায়, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৭০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন আব্দুল আলীম তুষার। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, পেয়াঁজ,আলু, তেল, লবন। নগরের বিভিন্ন বস্তিবাসীর পাশাপাশি বিভিন্ন উপজেলার অসহায় মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। এছাড়া হটলাইন নাম্বারে কেউ যোগাযোগ করলে তার বাসায়ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 

মাসব্যাপী এসব খাদ্যসামগ্রী বিতরণকালে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ উদ্যোগের বিষয়ে আব্দুল আলীম তুষার জানান, করোনা মহামারিতে জনজীবন থমকে দাঁড়িয়েছে। বিপাকে পড়েছেন নগরের নি¤œ আয়ের দরিদ্র মানুষজন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। এখন পর্যন্ত প্রায় ৭০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। নগরের বিভিন্ন দরিদ্র পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের হটলাইনে কেউ যোগযোগ করলে তার বাসায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি সিলেটের বিত্তবান মানুদের এগিয়ে আসার আহ্বানও জানান।

 

এনএইচ/এএফ-