সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৭:০৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৭:০৭ অপরাহ্ন
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারনে চলমান লকডাউনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গৃহবন্দী অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, যুক্তরাজ্য প্রবাসী গোলাপ মিয়া।
শুক্রবার (২৪ সএপ্রিল) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এ সময় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বানন জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী বিপর্যয় নামিয়ে এনেছে করোনাভাইরাস। ইতিমধ্যে বাংলাদেশে এসেছে ভাইরাসটি। এখনও পর্যন্ত এর প্রতিষেধক ওষুধ আবিষ্কার হয়নি। তাই তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল আলী মাস্টার, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দীন প্রমুখ।
বিএ-১৮