সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৯:৫৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
১০:০৩ অপরাহ্ন
সিলেট বিভাগে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারের ২ জন এবং সুনামগঞ্জ জেলার একজন রয়েছেন।হবিগঞ্জের পাঁচ জনের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭ জন।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৮ জনের করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, শুক্রবার মোট ১৩৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। তারা মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার।
জানা গেছে হবিগঞ্জ জেলার ৫ জনের মধ্যে মধ্যে ৪ জনের বাড়ি চুনারুঘাট উপজেলায় এবং একজনের বাড়ি লাখাই উপজেলায়।আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী। আর চুনারুঘাটের ৪ জনের মধ্যে ১ জন চিকিৎসক রয়েছেন।
হবিগঞ্জে নতুন করে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্তের বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মুস্তাফিজুর রহমান। তিনি জানান, ‘আজ আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে তাদের ৪ জনের বাড়ি চুনারুঘাট উপজেলায় ও আরেকজনের বাড়ি লাখাই উপজেলায়।’
এদিকে মৌলভীবাজারে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা.তওহীদ আহমদ। তবে আপাতত তাদের ঠিকানা জানানো হবে না বলে জানান তিনি।
এনএইচ-০১/এএফ-০১