যথাসময়েই থাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

খেলা ডেস্ক


এপ্রিল ২৬, ২০২০
১১:২৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১১:২৪ পূর্বাহ্ন



যথাসময়েই থাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করল না আইসিসি। তবে ২০২৩ পর্যন্ত সমস্ত সদস্য দেশের ক্রীড়াসূচি নতুন করে তৈরি করার প্রস্তাব নেওয়া হল। সেই সঙ্গে জুন মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও প্রস্তাবিত ওয়ান ডে লিগ পিছিয়ে দেওয়া হল।
আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটির সদস্যদের টেলি কনফারেন্স সভায় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বিসিসিআইয়ের পক্ষে ছিলেন সচিব জয় শাহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, তা নিয়েই ছিল সবচেয়ে বেশি আগ্রহ। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘সব সদস্য দেশগুলোই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। এই বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আগামী বছর মেয়েদের বিশ্বকাপ নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। দুটো ইভেন্টই সূচি অনুযায়ী হবে ‘ 
তবে প্রশ্ন উঠছে অক্টোবর মাসে কোন দেশের কী অবস্থা থাকবে, তা জানা এখনই সম্ভব নয়। অংশগ্রহণকারী কোনও দেশকে যদি বিশ্বকাপ খেলার অনুমতি তাদের সরকার না দেয়? যে ১৬ দল বিশ্বকাপ খেলবে, তাদের কোয়ারেন্টিন পদ্ধতি কী হবে তা অজানা। বিমান চলাচল স্বাভাবিক হবে? তাই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ধীরে চলো নীতি নিয়েছে।
আইসিসির দ্বিতীয় চিন্তা টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে। আপাতত সব খেলাই বন্ধ রয়েছে। তবে ২০২৩ সাল পর্যন্ত সমস্ত ক্রীড়াসূচি নতুন করে সাজাতে একমত আইসিসির সদস্য দেশগুলো।

এআরআর/০৬