করোনায় বিশ্বের ১৪ দেশে ৩৩০ বাংলাদেশির মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৭, ২০২০
০৩:৫৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৩:৫৩ পূর্বাহ্ন



করোনায় বিশ্বের ১৪ দেশে ৩৩০ বাংলাদেশির মৃত্যু

দেশের বাইরে ১৪টি দেশে করোনা আক্রান্ত হয়ে ৩৩০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৯৮ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন, কুয়েতে ৩ জন, সুইডেন, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে এসব দেশে কয়েক হাজার বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এখনপর্যন্ত সিঙ্গাপুরে সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো। সিঙ্গাপুরের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কাতারে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় এক হাজার। এ ছাড়া কুয়েতে ১৬০ জন, সৌদি আরবে ১০০ জন ও সংযুক্ত আরব আমিরাতে ৬০ জন আক্রান্ত বলে খবর পাওয়া গেছে।

এএন/বিএ-২৫