সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৭, ২০২০
০২:৫৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০২:৫৩ অপরাহ্ন
পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুরে হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সোসাইটির স্থায়ী কার্যালয় হাজারী বাড়িতে এলাকার হত দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সামসুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মোগলাবাজার থানার আফিসার ইনচার্জ আখতার হোসেন, ইস্ট লন্ডন যুবলীগের সহসভাপতি হুসাইন আহমদ।
সোসাইটির বর্তমান সভাপতি খলিল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ব্যাংকার আখলাকুল মৌলা বাহার স্বাগত বক্তব্য দেন।
কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বারও বক্তব্য দেন দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, সোসাইটির আল মাহমুদ বিলাল, মিফতাউজ্জামান, মস্তাক আহমদ, সাকী হাজারী, আহবাব হোসেন, জসীম উদ্দিন, হাসান হাজারী, আব্দুল্লাহ সাবের প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইমাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রায় তিন শতাধিক গরীব পরিবারের সদস্যদের মধ্যে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবণ ও খেজুর ইত্যাদি ইফতার সামাগ্রী বিতরণ করেন প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেন, করোনা ভাইরাস সামাল দিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিক ভাবে কাজ করছেন। করোনা ভাইরাস মুক্ত রাখতে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে। সরকারি নির্দেশনা মেনে জনগণকে সরকারকে সহযোগিতা করতে হবে। এই মহামারী ঠেকাতে জনগণকে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কর্মহীন লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। জনগণ সচেষ্ট থাকলে এই পরিস্থিতি অল্প দিনের মধ্যে নিরশন সম্ভব ইনশাআল্লাহ। তিনি এই দুর্যোগময় সময় হত দরিদ্রদের মধ্যে হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির খাদ্য সামাগ্রী বিতরণ একটি মহৎ উদ্যোগে। তিনি হাজারী গ্রæপের মানব সেবামূলক কার্যক্রমের প্রশাংসা করে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
বিএ-০৬