খেলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০২০
০৪:১৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৪:১৪ অপরাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ৩৮ কোটি টাকা দিচ্ছেন টেনিসের তিন মহাতারকা রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। টেনিসের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ জানিয়েছেন তিনি রজার ফেদেরার ও রাফায়েল নাদাল মিলে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সাহায্য করতে তহবিল গঠনের কাজ শুরু করে দিয়েছেন।
ইনস্টাগ্রামে জোকোভিচ বলেন, আমি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সঙ্গে, টেনিসের ভবিষ্যৎ, র্যা ঙ্কিংয়ের নিচের দিকে থাকা খেলোয়াড় আর্থিক সাহায্য করার কথা ভাবছি।
তিনি আরও জানান, র্যা ঙ্কিংয়ে ২০০ থেকে ১০০০ কিংবা এর নিয়ে যারা আছে তারা ফেডারেশনের সাহায্য পায় না। তাদের স্পনসরও নেই, যে কারণে এই মুহূর্তে তাদের দেখার কেউ নেই। এই সংকট মুহূর্তে আমরা চাচ্ছি তাদের জন্য ত্রাণ তহবিল গঠন করতে। যেখান থেকে সবাইকে আর্থিক সাহায্য করা হবে। আশা করছি আমরা ৩০ লাখ থেকে ৪৫ লাখ মার্কিন ডলার (২৫ থেকে ৩৮ কোটি টাকা) তুলতে পারব।
এআরআর/০৭