বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০৭:৫১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন



বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

করোনা সংকট মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ওই শিক্ষার্থীদেরকে জনপ্রতি এক হাজার টাকা করে প্রদান করা হয়।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ট্রাস্টের কার্যালয়ে ২৫ জন করে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২ শতাধিক শিক্ষার্থীর অনুদানের টাকা স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সভাপতির হাতে তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে অনুদানের টাকা বিতরণ করেন ট্রাস্টের ট্রাস্টি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। ট্রাস্টের প্রবীণ ট্রাস্টি পংকি খানের সভাপতিত্বে ও স্থানীয় উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক আবদুল বারীর পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপদেষ্টা কমিটির স্থানীয় সদস্য মাওলানা নুমান আহমদ। স্বাগত বক্তব্য দেন কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল।

অনুদান পাওয়া ৮ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অতিথিদের হাত থেকে অনুদানের টাকা গ্রহণ করেন জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যান, শাহপিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মধু মিয়া, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, ওমর ফারুক একাডেমির প্রধান শিক্ষক এইচ এম আক্তার ফারুক, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র মন্ডল, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএএস-০২/এএফ-১০