জকিগঞ্জে চাল লুটের ঘটনায় ৮ জন কারাগারে

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০৭:৫৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৮:০১ অপরাহ্ন



জকিগঞ্জে চাল লুটের ঘটনায় ৮ জন কারাগারে

জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জে সরকারি চাল লুটের ঘটনায় ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

তারা হলেন, মিলার শফিক আহমদ, খাসেরাগ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে কালিগঞ্জ বাজারের ডিলার জয়নাল আহমদ, আইয়র গ্রামের আব্দুস সালামের ছেলে কসকনকপুর গ্রামের ডিলার আব্দুল মুকিত, বারঠাকুরী ইউনিয়নের ডিলার আব্দুল আজিজ, কসকনকপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে ট্রাক চালক কামরুল ইসলাম, বারগাত্তা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও ট্রাকের হেলপার সইফ উদ্দিনকে এবং চাল লুটের সঙ্গে জড়িত নগরকান্দি গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে দেলোয়ার হোসেন ও দেওয়ানেরচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বিপ্লব আহমদ। 

আজ সোমবার (২৭ এপ্রিল) জকিগঞ্জ থানা পুলিশ তাদেরকে চাল আত্মসাৎ ও হরিলুটের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে রবিবার সকালের দিকে কালিগঞ্জে ১০ টাকা দরের চাল আত্মসাৎ ও হরিলুটের দায়ে দুজন ডিলার, ট্রাক চালক ও হেলপার এবং হরিলুটের অভিযোগে মোট ৬ জনকে আটক করে। পরে মিলারসহ আরেকজন ডিলারকেও আটক করা হয়। আটকের সংখ্যা দাঁড়ায় ৮জনে। রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ সবাইকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে হাজির করলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ৮জনকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণের পর আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। 

 

এএইচটি-০১/এএফ-১