কোম্পানীগঞ্জের প্রবেশে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৮:৫৩ অপরাহ্ন



কোম্পানীগঞ্জের প্রবেশে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবেশ পথে স্থাপিত চেকপোস্টে থার্মাল স্ক্যানার দিয়ে গাড়ি চালক ও যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করছে পুলিশ।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার চেকপোস্টে গিয়ে দেখা যায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার প্রবেশদ্বারে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে মালবাহী ও জরুরি সেবায় নিয়োজিত গাড়ির চালকদের প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ।

গত ১১ এপ্রিল সিলেট জেলাকে লকডাউন ঘোষণা হয়। তারপর থেকে উপজেলার প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ। সেই প্রেক্ষিতে প্রবেশ এবং বের হওয়ার স্থানে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে গাড়ি চালকদের প্রবেশ করাচ্ছেন পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ চেকপোস্টে দায়িত্ব থাকা পুলিশ সার্জেন্ট সনজয় দাস বলেন, সিলেট জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় লকডাউন ঘোষণার পর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্য কোনো যানবাহন উপজেলায় প্রবেশ করতে বা বের হতে দেয়া হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চালকরা যদি জ্বরে আক্রান্ত থাকে তবে সরকারি নির্দেশ মোতাবেক নির্দিষ্ট হাসপাতালে পাঠানো হচ্ছে।

কেএ-০১/এএফ-১৪