দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন আশরাফুল

খেলা ডেস্ক


এপ্রিল ২৮, ২০২০
১২:২৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
১২:২৩ অপরাহ্ন



দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন আশরাফুল

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের পর এবার দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তিনি নিজেই জানিয়েছেন এই সুখবর। মে মাসের শেষ দিকে পৃথিবীর আলো দেখার সম্ভাবনা রয়েছে সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ানের নতুন অতিথির।
আশরাফুল বলেন, ‘করোনায় লকডাউনের কারণে পুরোপুরি ঘরেই বন্দী রয়েছি। তবে, রমজান মাস এসে যাওয়া এবং ঘরে নতুন অতিথির আগমন উপলক্ষে সময়টা একটু ভিন্নভাবেই কাটছে। সবার কাছে দোয়া চাই যেন, দ্বিতীয় সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে।’
২০১৫ সালের ১১ই ডিসেম্বর প্রিয়তমা তাসলিমা আনিশা অর্চির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আশরাফুল। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান। কন্যা সন্তানের নাম রাখা হয় আরিবা তাসনিম আশরাফুল। করোনার জেরে সৃষ্ট অবস্থায় বাড়িতেই সময় কাটাচ্ছেন আশরাফুল। ব্যস্ততা না থাকায় সাড়ে তিন বছর বয়সী মেয়ে আরিবাকে সঙ্গ দিচ্ছেন তিনি।

এআরআর/০১