তামিম-অপুর ১৮’শ পরিবারকে ইফতার প্রদান

খেলা ডেস্ক


এপ্রিল ২৮, ২০২০
১২:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
১২:৩২ অপরাহ্ন



তামিম-অপুর ১৮’শ পরিবারকে ইফতার প্রদান

করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত নারায়ণগঞ্জ। শিল্প নগর হওয়ায় এখানে হাজার হাজার শ্রমিকের বসবাস। যাদের বর্তমান অবস্থা খুবই করুণ। এমন সব মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। তাকে এমন মহতী কাজে সহযোগিতা দিচ্ছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। কিছুদিন আগেই দু’জনের দেয়া উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। রোজার আগে এই সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে প্রায় ৫’শ পরিবারে ঘরে ঘরে, যেন সেহরিতে দরিদ্র মানুষগুলোকে না খেয়ে থাকতে না হয়। সোমবার তৃতীয় রোজায় ১৮’শ পরিবারকে তামিম ও অপুর পক্ষ থেকে দয়া হয়েছে ইফতার।
নাজমুল ইসলাম অপু তার নিজ এলাকা ফরাজিকান্দাতে নিজেরাই রান্না করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ভুনা খিচুড়ি। ঈদেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ‘নাগিন’ খ্যাত এই স্পিনার।

এআরআর/০৪