কানাইঘাট প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন
কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের গত শনি ও রবিবার করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে বরিশাল জেলা থেকে ৩ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২ জন সম্প্রতি সময়ে কানাইঘাট এসেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ বলেন, শনি ও রবিবার আমরা ৭ জনের নমুনা হাসপাতালে সংগ্রহ করে সিওমেকে পাঠিয়েছি এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সার্বিক চিকিৎসা তদারকি ও নজরদারি আমরা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘সাতজনের কারও নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে আসেনি। আগামী দু’একদিনের মধ্যে রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।’ আগামীকাল (মঙ্গলবার) হবিগঞ্জ থেকে ফেরত আরও ২ জনের নমুনা সংগ্রহ করা হবে। পূর্বে যারা হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসা নিয়েছিলেন, তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে।