ওসমানী হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৮, ২০২০
১০:৫৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
১০:৫৯ পূর্বাহ্ন



ওসমানী হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ

দুদিন ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে আছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পুলিশ মৃত ব্যক্তির স্বজনদের খুঁজছে।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ফটকের সামনে অজ্ঞাতনামা পুরুষের (মুসলিম) মৃতদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। আশেপাশের লোকজন জানান, লোকটি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করছিলেন। 

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা) মো. জেদান আল মুসা। কেউ চিনতে পারলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫১৭) অথবা এসআই আব্দুল মান্নান (০১৭২৭-১২১৮৫২) এর সঙ্গে যোগাযোগ করতে তিনি অনুরোধ জানিয়েছেন। 

 

এনপি-০৭