জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৮, ২০২০
১২:০২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২০
১২:০২ অপরাহ্ন



জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোকবার্তায় বলেন, ‘অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের অবকাঠামো ও তথ্য প্রযুক্তির উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তিনি পদ্মাসেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেল প্রধানের দায়িত্ব পালনসহ স্বাধীন বাংলাদেশের প্রতিটি বৃহৎ ইমারত এবং অন্যান্য বৃহৎ ও মেগা প্রকল্পেও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন।’ 

ড. জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্টতা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে দেশ একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালো। আর সিলেটবাসী হারালো তার কৃতি সন্তানকে।’ 

মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এনপি-১১