যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২০
০৭:৪১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৭:৪১ পূর্বাহ্ন



যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

নভেল করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩ হাজার ৩২৮ জন।

বিশ্বে প্রথমবারের মতো কোনও দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে।  যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৫৩৩ জনের এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩১৫ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ১৮ দিনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের নাগরিক। দেশটির আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশ নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের। এরপর আক্রান্তের দিক থেকে শীর্ষে থাকা অঙ্গরাজ্যগুলো হলো নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়া।

বিএ-০৩