সিলেটে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য মিলছে না হোটেল

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৯, ২০২০
১১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
১১:৫৫ পূর্বাহ্ন



সিলেটে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য মিলছে না হোটেল
বিআরডিটিআই ব্যববহারের উপযুক্ত নয়

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা আবাসনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য সিলেট নগরের একাধিক আবাসিক হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি কেউ। শেষপর্যন্ত বিকল্প হিসেবে গতকাল মঙ্গলবার শহরতলীর খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজকে চূড়ান্ত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভবনটি ব্যবহারের উপযোগী নয় বলে সেখানে চিকিৎসক ও নার্সরা থাকবেন না বলে জানিয়েছেন। এখন তাদের আবাসনের জন্য আলাদা জায়গা খুজছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, বিআরডিটিআই রেস্ট হাউজ চিকিৎসক বা নার্সরা থাকার মতো না। সেখানে রুমগুলো ভালো না। শুধু কিছু চতুর্থ শ্রেণির কর্মচারী থাকবে সেখানে।

তিনি জানান, কোনও হোটেল কতৃপক্ষই আমাদের ভাড়া দিতে চান না। এজন্য আমার শাহী ঈদগাহ এলাকার ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটসহ সরকারি আরও কয়েকটি রেস্ট হাউজে আবাসন ব্যবস্থার চেষ্টা করছি।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা ও সার্বিক প্রস্তুতি দেখে সিলেটে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক, সেবিকা (নার্স) ও স্বাস্থ্যকর্মীদের জন্য দুটি হোটেলের ব্যবস্থা করার নির্দেশ দেন।

 

এনসি-০৩/এএফ-০৫