ওসমানীনগরে আরও ৮ জনের রক্তের নমুনা সংগ্রহ

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২০
০১:৫২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০১:৫২ অপরাহ্ন



ওসমানীনগরে আরও ৮ জনের রক্তের নমুনা সংগ্রহ

সিলেটের ওসমানীনগরে পঞ্চম দফায় আরও ৮ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলার তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে এই ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে পাঁচ ধাপে ওসমানীনগরে মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করা হলো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের ৩ জন, সাদিপুর ইউনিয়নের ২ জন, গোয়ালাবাজার ইউনিয়নের ১ জন, তাজপুর ইউনিয়নের ১ জন  ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ১ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরিক্ষার্থীরা নরসিংদী ও ঢাকা থেকে এলাকায় ফিরেছেন। এদের মধ্যে দু'জন প্রবাসীও রয়েছেন।

তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার গৌরী রানী দেবনাথ বলেন, ৮ জনের নমুনা সংগ্রহ করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৩৪ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হলো।

বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগরের দায়িত্বপ্রাপ্ত) ডা. এইচ এম শাহরিয়ার জানান, এর আগে ওসমানীনগর থেকে গত ১৯, ২০, ২৩, ২৬ এপ্রিল ৪ দফায় ২৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তাদের মধ্যে প্রথম চারজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

ইউডি/আরআর