সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৯, ২০২০
০১:৫৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০১:৫৮ অপরাহ্ন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, দেশ বরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু বলেন, দেশের খ্যাতিমান প্রকৌশলী হিসেবে সিলেটে জন্ম নেয়া ড. জামিলুর রেজা চৌধুরী দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সোমবার দিবাগত রাতে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে জামিলুর রেজা চৌধুরীকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
বিএ-০৬